পাইকগাছা উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ২০ প্রার্থী

পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন

পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন

আগামী ২৯ মে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ মে বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ছামিউল আলম এবং উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এসকল তথ্য নিশ্চিত করেন।

উপজেলা ভোটে অংশ নিতে এবার প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপের মত তৃতীয় ধাপের সব প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, আগামী ২৯ মে পাইকগাছা উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. শেখ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলীর পুত্র স ম শিবলী নোমানী রানা ও মো. আছাদুল বিশ্বাস। 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মো. সিরাজুল ইসলাম, মো. বজলুর রহমান, মিলন মোহন মন্ডল, সুকুমার চন্দ্র ঢালী, সম আব্দুল ওয়াহ্যব, ফরহাদ হোসেন ফয়সাল, মো. বাবুল শরীফ ও এস এম হাবিবুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, ইয়াসমিন বুসরা ও ময়না খাতুন। আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছায় করা হবে। রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৬ মে থেকে ৮ মের মধ্যে। প্রার্থীতা প্রত্যাহরে শেষ দিন ১২ মে। ১৩ মে এ ধাপের চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে। এ উপজেলা স্বচ্ছ ব্যালটে ভোট গ্রহণ করা হবে।

   


পাঠকের মন্তব্য