নন্দীগ্রামে কনস্টেবলকে ধাক্কা; পিকআপ ড্রাইভার আটক

নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ

নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ

বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের চেকপোস্ট অমান্য করে হাইওয়ে পুলিশের কনস্টেবল মোশাররফ হোসেন (৩০) কে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার সময় বোলেরো কোম্পানির একটি পিকআপ ও ড্রাইভারকে আটক করা হয়েছে। 

জানা যায়, ২৮ মে রবিবার সকাল ১১টায় বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এসআই আবুল হাচনাতের নেতৃত্বে বিশেষ চেকপোস্টে   দায়িত্ব ছিলেন কনস্টেবল মোশাররফ। এসময় বগুড়া থেকে চুয়াডাঙ্গা গামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৫২৬৩৯) কে আটক করে পিকআপ ও ড্রাইভারের লাইসেন্স দেখতে চায় এসআই আবুল হাচনাত। 

ওই পিকআপের ড্রাইভার  জানান সব কাগজ গাড়িতে আছে। ওই ড্রাইভারের সঙ্গে কনস্টেবল মোশাররফ হোসেন গাড়িতে কাগজ আনতে যায়। 

গাড়ির কাছে পৌঁছে ড্রাইভার গাড়ি স্টাট দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় বা পাশে থেকে ওই গাড়ির হেলপার কনস্টেবল মোশাররফ হোসেন কে মেরে ফেলার উদ্দেশ্যে তার হাত টেনে ধরে রাখে। চলতি গাড়ির এক পর্যায়ে  পিকআপের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে ছিটকে পড়ে যায় মোশাররফ হোসেন। 

এতে তার পা, হাতের তালু, হাতের কনুই কেটে যায়। তৎক্ষনাৎ মোশাররফ হোসেন কে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পিকআপ পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে ধাওয়া করে নন্দীগ্রাম কৈগাড়ী মোড় থেকে পিকআপ ও ড্রাইভারকে আটক করে হাইওয়ে থানায় আনা হয়। কিন্তু ওই হেলপার পালিয়ে যাবার কারণে তাকে আটক করতে পারে নি পুলিশ। 

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী জানান, দায়িত্ব পালনের সময় আমাদের একজন সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার সময় পিকআপ সহ ড্রাইভারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   


পাঠকের মন্তব্য