তারাকান্দায় বিষ প্রয়োগে ৮ লাখ টাকার মাছ নিধন

উপজেলার কাকনী ইউনিয়েনের কুরকুচিকান্দা

উপজেলার কাকনী ইউনিয়েনের কুরকুচিকান্দা

ময়মনসিংহের তারাকান্দায় রাতের আঁধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার কাকনী ইউনিয়েনের কুরকুচিকান্দা গ্রামের আব্দুস সালাম মিয়ার মৎস্য চাষের ৫০ শতাংশ পুকুরে দুর্বৃত্তরা শনিবার গভীর রাতে বিষ প্রয়োগ করে প্রায় ৮ লক্ষ টাকার মাছ নিধন করেছে। 

মৎস্য চাষি আব্দুস সালাম মিয়া জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় ওই পুকুরে মাছের খাবার দিয়ে সে বাড়িতে চলে যায়। তারপর রবিবার সকালে পুকুরে এসে দেখে মাছ মরে ভেসে  উঠেছে। তিনি আরও জানান, ২০ বছর ধরে মৎস্য চাষ করে আসছে,গত দুই মাস পূর্বে আবার এ পুকুরের ৫০ শতাংশ জায়গার মাঝে ১ লক্ষ ৭০ হাজার পাবদা ও টেংরা মাছের চাষ শুরু করে। 

মৎস্য চাষে লক্ষ লক্ষ টাকার খাবার পুকুরে দেয়া হয়েছে। দুর্বৃত্তদের দেওয়া বিষ প্রয়োগে প্রায় তার ৮ লক্ষ টাকার মাছের ক্ষতি সাধন হয়েছে। 

সরজমিনে গেলে দেখা যায়, মাছ গুলো মরে পুকুরে ভেসে উঠেছে ও কিছু মরা মাছ পুকুর পারে তুলে রাখা হয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার মৎস্য চাষি আব্দুস সালামের পুত্র আবুল কালাম বাদী হয়ে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

 

   


পাঠকের মন্তব্য