ছাগলনাইয়ায় কতৃপক্ষের অনুমতি ব্যতীত দুপুর ২.৩০ মিনিটে ছুটি

নিচিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিচিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়

কাজী আসিকুল ইসলাম, ছাগলনাইয়া, ফেনী প্রতিনিধি : ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় ৮নং রাধানগর ইউনিয়ন'র অন্তর্ভুক্ত নিচিন্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষের কোনোরূপ অনুমতি ব্যতীত  ৩০ শে মে ২০২৩ ইং দুপুর ২.৩০ মিনিটের সময় ছুটি দিয়ে দেয়া হয়।
  
৩০ শে মে সরজমিনে গিয়ে দেখা যায়, দুপুর ২.৩০ মিনিটের সময় বিদ্যালয়টি ছুটি দিয়ে দেয়া হয় এবং বিদ্যালয়ের পতাকাও নামিয়ে ফেলা হয়।

এসময় বিদ্যালয়ের অফিসকক্ষে শুধুমাত্র, ইমরান নামের একজন সহকারী শিক্ষক এবং দপ্তরিকে পাওয়া যায়। এছাড়া আর কোনো শিক্ষক, শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায় নি।এবং বিদ্যালয়ের সকল শ্রেণীকক্ষের দরজা বন্ধ অবস্থায় পাওয়া যায়। বিদ্যালয়টিতে তিন জন সহকারী শিক্ষক ও একজন প্রধান শিক্ষক কর্মরত।তবে প্রধান শিক্ষক এদিন ছুটিতে ছিলেন বলে জানা যায়।

তাৎক্ষণিক এ বিষয়ে উপস্থিত সহকারী শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে প্রধান শিক্ষক এনামুল হককে ফোন দিলে তিনি আজকে ছুটিতে আছেন বলে জানান। এবং দুপুর ২.৩০ মিনিটে বিদ্যালয় ছুটির বিষয়টি তিনি অবগত নয় বলে জানান।

বিষয়টি তাৎক্ষণিক উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব শাহ আলম সাহেব কে ফোনে জানানো হলে তিনিও বলেন, নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয় ছুটির বিষয়টি তিনি জানেন না। প্রধান শিক্ষক ছুটিতে থাকায় তিনি সাথে সাথে দায়িত্বরত উপস্থিত সহকারী শিক্ষক ইমরানকে জিজ্ঞেস করেন এবং কেন এমন হলো দুই মিনিটের ভিতরে এবিষয়ে প্রাথমিকভাবে মেসেঞ্জারে লিখিতভাবে বিস্তারিত জানানোর নির্দেশনা দেন এবং অন্য শিক্ষকদের কে তাৎক্ষণিক পুনরায় বিদ্যালয়ে হাজির হয়ে উনাকে ফোন দিতে বলেন। 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহ আলম সাহেব আরো বলেন, এবিষয়ে তিনি যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

   


পাঠকের মন্তব্য