কুড়িগ্রাম জেলা কারাগারে হাজতির মৃত্যু

একরামুল হোসেন এরশাদ (৩৫)

একরামুল হোসেন এরশাদ (৩৫)

কুড়িগ্রাম জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের নাম একরামুল হোসেন এরশাদ (৩৫)। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের শওকত আলীর ছেলে। 

শনিবার রাতে কুড়িগ্রাম কারাগারের জেলার আবু সাইম হাজতি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।  

জানা গেছে, গত বুধবার বিকেলে ওই হাজতিকে মাদক ব্যবসার অভিযোগে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। পরে তাকে ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠায়। এ অবস্থায় শনিবার একরামুল অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
নিহত একরামুলের বোন শিউলি বেগম অভিযোগ করেন নির্যাতনের কারনে তার মৃত্যু হয়েছে। 

অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে নিহত একরামুলের উপর নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এছাড়া একরামুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী। তার বিরুদ্ধে মাদক কারবারের ৮ থেকে ৯টি মামলা চলমান। কয়েক বছর পূর্বে বগুড়া থেকে মাদক মাদক উদ্ধার করতে আসা পুলিশের একটি টিমকে আটক করে মারপিট করে বেঁধে রাখায় এরশাদ ও তার ভাইবোনদের বিরুদ্ধে মামলাও হয়েছিল। 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম বলেন, এরশাদকে আটকের সময় সে পুলিশের সাথে ধস্তাধস্তি করে। পরে গিয়ে আঘাত পায়। এজন্য তাকে হাসপাতালে  নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুরুঙ্গামারী থানাকে মাদকমুক্ত করতে কোন অপশক্তি মাদকবিরোধী অভিযানকে বাঁধাগ্রস্থ করার চেষ্টা করলে তা প্রতিহত করে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা হবে। 

   


পাঠকের মন্তব্য