নন্দীগ্রামে গভীর রাতে এসিল্যান্ডের অভিযান; একজন আটক

সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম

সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম

বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে এসিল্যান্ডের অভিযানে রাতের অন্ধকারে সরকারি পুকুর থেকে মাছ চুরির অপরাধে একজন আটক করা হয়েছে। 

জানা যায়, শনিবার (১০জুন) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের বামনগ্রামে সরকারি খাস দুখপুকুর থেকে একটি অসাধু চক্র মাছ ধরছে এ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম। সেই ঘটনার সত্যতা পেয়ে জিয়াউল হক শাহীন নামে এক ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করেন।

এই ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে নন্দীগ্রাম থানায় মাছ চুরির অপরাধে মামলা দায়ের হয়েছে। এছাড়াও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামিরা জেলে। তাঁরাও ঘটনার সময় পালিয়ে যায়। 

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, ঘটনাস্থলে একজনকে আটক করা হয়। আর ৭জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।  

নন্দীগ্রাম উপজেলায় কোথাও কেউ অন্যায় অপরাধ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

   


পাঠকের মন্তব্য