৬৭টি  প্রকল্প তৃনমুল দলীয় নেতা কর্মীদের মাঝে হস্তান্তর

 সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

বাংলাদেশ আজ উন্নয়ন ও সমৃদ্ধির পথে বিশ্বের বিস্ময়: মাননীয় প্রধানমন্ত্রী প্রতিপাদ্যকের আলোকে পাইকগাছায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা, কাবিখা) ৬৭ টা প্রকল্প প্রথমবারের মতো তৃনমুল দলীয় নেতা কর্মীদের মাঝে হস্তান্তর করে দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনা- ৬ ( কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। এর পূর্বে মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীদের মাঝে প্রথম বরাদ্দের পানির ট্যাংকি বিতরণের পর টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্প দলীয় নেতাকর্মীদের মধ্যে হস্তান্তর করে সর্বমহলে প্রশংসিত হলেন এমপি রশীদুজ্জামান। 

জননেত্রীর সুপার সিলেকশন নতুন নেতৃত্বের ফলে অবহেলিত, বঞ্চিত, অস্তিত্ব সংকটে থাকা দলটির সাংগঠনিক কর্ম-তৎপরতা বৃদ্ধি পাবে। 

সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু'র সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের মো. খায়রুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী,ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, মান্নান গাজী, হেমেন্দ্র মন্ডল, চাঁদখালী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বান ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুনছুর আলী গাজী, রাড়ুলী বীরমুক্তিযোদ্ধা আ. মজিদ গোলদার, গড়ইখালীর রুহুল আমীন বিশ্বাস, শেখ বেনজির আহম্মেদ,বিজন বিহারী সরকার, বিভূতি ভূষণ সানা, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, শান্ত মন্ডল, কাউন্সিলর কবিতা দাশ,ময়না বেগম, সুরাইয়া বানু ডলি, পরেশ মন্ডল , ছাত্রলীগের মৃণাল কান্তি বাছাড়, পার্থপ্রতীম চক্রবর্তী, মুক্ত অধিকারী, রামকৃষ্ণ বাছাড়, আকাশ। এসময় আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমপি বলেন, ইতোপূর্বে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা, কাবিখা) প্রকল্পের কাজ বিএনপি জামায়াতের লোকজন পেয়েছে।

আর আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীরা বঞ্চিত, নিগৃহীত হয়েছেন।  সেসব দিন শেষ। তৃনমুল পর্যায়ে উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কারের বরাদ্দকৃত প্রকল্প আপনাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। মে বিশ্বাস ও আস্থা নিয়ে আপনাদের হাতে তুলে দিয়েছি কাজের মাধ্যমে এর মর্যাদা রাখবেন।

   


পাঠকের মন্তব্য