মাদারগঞ্জে খামারীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা ভিত্তিক খামারীগণের গরু হৃষ্টপুষ্টকরণ খামার ব্যবস্থাপনায় উত্তম চর্চা বিষয়ক ২দিন ব্যাপি প্রশিক্ষণ ও মাঠ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুন) সনদ বিতরণের মধ্য দিয়ে ২ দিন ব্যাপি এ প্রশিক্ষণের সমাপনী করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম। 

এসময় মাদারগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোহাইমিনুল ইসলাম তুষার,উপ সহকারী কর্মকর্তা (সম্প্রসারণ) মুঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (১২ জুন) মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা প্রাণী সম্পদ ও ভেটরিনারী হাসপাতালের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন অঞ্চলের ৪০ জন খামারীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ শুরু হয়। 

প্রশিক্ষণ সমাপনীতে প্রত্যেকেরর মাঝে সনদ তুলে দেওয়া হয়।

   


পাঠকের মন্তব্য