নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবুর উদ্যোগে কৃষি পাঠাগার

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু

বই জ্ঞানের আঁধার। আর সেই বইটি যদি হয় কৃষি ভিত্তিক বই তাহলে জ্ঞান অর্জনের পাশাপাশি উৎপাদনমূখী কাজে লাগে। এমনই চিন্তা থেকে বগুড়ার নন্দীগ্রামের উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবুর একটি উদ্ভাবনী উদ্যোগ কৃষি পাঠাগার। 

কৃষির নানা আধুনিক তথ্য এবং প্রযুক্তিগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে সপ্তাহে প্রতি সোমবার করে আনুষ্ঠানিক ভাবে বসে এই কৃষি পাঠাগার। সপ্তাহের অন্যান্য দিনে অফিস চলাকালীন সময়ে ছোট পরিসরে চালু থাকে পাঠাগারের কার্যক্রম। প্রায় ৭ (সাত) শতাধিক বই এবং পুস্তিকার এক চমৎকার সংগ্রহশালা এই পাঠাগারটি। মাটির স্বাস্থ্য সুরক্ষা, জৈব সার উৎপাদন, আধুনিক পদ্ধতিতে ধান, সবজি, ফল চাষ সহ কৃষির আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে বিশেষজ্ঞ লেখকদের লেখা বই এখানে শোভা পাচ্ছে। 

বইয়ের তাকগুলোতে থরে থরে সাজানো রয়েছে আলু উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, শীতকালীন শাকসবজি, বিষমুক্ত সবজি উৎপাদন, লাউ কুমড়ার রোগ ও পোকামাকড়, ফসলের পুষ্টি সমস্যা ও প্রতিকার, বিজ্ঞানভিত্তিক ধান চাষ, বারো মাস সবজি চাষ, ছাদে বাগান সহ নানা পুস্তক-পুস্তিকা। মূলত শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরকে কৃষিতে আগ্রহী করে তুলতে কাজ করছে এই পাঠাগার। এই পাঠাগারে বসে বই পড়ার যেমন সুযোগ রয়েছে তেমনি বাড়ীতে নিয়ে গিয়েও বই পড়া যাবে। তবে সর্বোচ্চ সাত দিন পর সেটি আবার ফেরত দিতে হবে। সরেজমিনে দেখা যায়, কৃষি পাঠাগারে বসে বই পড়ছেন কৃষি অনুরাগী অনেকেই। 

সেখানে উপস্থিত ভাটরা ইউনিয়নের তরুণ কৃষি উদ্যোক্তা মোঃ উজ্জল হোসেন জানান, আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে নিজেকে কৃষি কাজের সাথে সম্পৃক্ত করেছি। তাই এ রকম পাঠাগার থাকায় আমরা খুব সহজেই কৃষির নানা জ্ঞান অর্জন করতে পারছি। চাকলমা গ্রামের কৃষি উদ্যোক্তা মোঃ জাব্বির হোসেন জানান, কৃষি পাঠাগার স্থাপন একটি চমৎকার উদ্যোগ। 

আমরা খুব সহজেই আমরা আধুনকি কৃষির নানা দিক জানতে পারছি। উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু বলেন কৃষির নানা আধুনিক জ্ঞান-প্রযুক্তি শিক্ষিত তরুণদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এই কৃষি পাঠাগার স্থাপন করা হয়েছে। কৃষির উপর লেখা একসাথে এতগুলো বই দেখে সকলেই উচ্ছসিত। আমার বিশ্বাস আগামী দিনে নন্দীগ্রামের কৃষিতে আরো নতুন নতুন কৃষি উদ্যোক্ত তৈরীতে ভূমিকা রাখবে এই কৃষি পাঠাগার।  

   


পাঠকের মন্তব্য