সাবমেরিনে অক্সিজেন শেষের পথে; তল্লাশি আরো জোরদার

নিখোঁজ পর্যটকবাহী সাবমেরিন

নিখোঁজ পর্যটকবাহী সাবমেরিন

আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ পর্যটকবাহী সাবমেরিনে অক্সিজেন শেষের পথে। তল্লাশি আরো জোরদার করেছে কর্তৃপক্ষ। 

মার্কিন নৌবাহিনী জানায়, এখনও সাবমেরিনটি খুঁজে পাওয়ার আশা রয়েছে। অক্সিজেন শেষ হওয়ার সময় খুব কাছে চলে এলেও তল্লাশী চালিয়ে যাবে তারা। নতুন করে পাওয়া আওয়াজ অনুসরণ করে ডুবোজাহাজটির সন্ধান চলছে। সাগরের প্রায় আড়াই মাইল গভীরে চলছে এই তল্লাশী। একইসঙ্গে পানির ওপরেও তল্লাশীর বিস্তৃতি বাড়িয়েছে নৌবাহিনী। 

সবশেষ তথ্য অনুযায়ী, ডুবোজাহাজটিতে ২০ ঘণ্টারও কম সময়ের অক্সিজেন ছিল। 

রোববার যাত্রা করার পৌনে দুই ঘণ্টা পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সাবমেরিনটির। বেসরকারি কোম্পানি ওশানগেট এক্সপেডিশন্সের ওই সাবমেরিনে ব্রিটিশ বিলিওনিয়ার হামিশ হার্ডিং, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান, কোম্পানিটির সিইও স্টকটন রাশ ছিলেন।

   


পাঠকের মন্তব্য