কক্সবাজারে সাংবাদিকদের সাথে আর্টিকেল নাইনটিনের সংলাপ অনুষ্ঠিত

উখিয়ার ইনানীস্থ রয়েল টিউলিপ হোটেলের হলরুম

উখিয়ার ইনানীস্থ রয়েল টিউলিপ হোটেলের হলরুম

সাংবাদিকতা পেশার প্রথম ধাপ হোক আর্থিক নিরাপত্তা দিয়ে এই প্রতিপাদ্যে কক্সবাজারের স্থানীয় সাংবাদিকদের সাথে আর্টিকেল নাইনটিনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার উখিয়ার ইনানীস্থ রয়েল টিউলিপ হোটেলের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সল জানান, কক্সবাজারের প্রাসঙ্গিক পটভূমিতে রয়েছে বৃহত্তম শরণার্থী শিবির এবং শরণার্থীদের নিয়ে চলমান পরিস্থিতি। এই পরিস্থিতির সাথে নিরাপত্তা ইস্যুটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবং প্রথম সোর্স হিসেবে স্থানীয় সাংবাদিক এবং যোগাযোগকারীরা এসব তথ্য সরবরাহ করে চলেছেন। 

সাংবাদিকতার পরিবেশ বিবেচনা করে, জাতীয়, আঞ্চলিক বিষয়গুলির সাথে সামঞ্জস্য রেখে কীভাবে শরণার্থী বিষয়ক প্রতিবেদন করা যায় তার ওপর বিশেষ মনোযোগ দিয়ে সাংবাদিক এবং যোগাযোগকারীদের জন্য আন্তর্জাতিক মানের একটি প্রশিক্ষণ কেন্দ্র থাকা গুরুত্বপূর্ণ।

যেহেতু এই শরণার্থী ইস্যুটি দেশের জন্য একটি স্পর্শকাতর ইস্যু, এটি প্রতীয়মান হয় যে সাংবাদিকরা কর্তৃপক্ষের কাছ থেকে অনেক চাপের সম্মুখীন হয়। সাংবাদিকরা প্রধানত যে নারী সাংবাদিকরা এই সমস্যাটি তুলে ধরার জন্য কাজ করছেন তাদের অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন বলেও জানান তিনি।

দক্ষিণ এশিয়ার ফোকাল রুমকী ফারহানা বলেন, কক্সবাজারে নারী সাংবাদিকদের তাদের পেশায় উৎসাহিত করা এবং টিকিয়ে রাখার জন্য সাংবাদিকদের, বিশেষ করে নারী সাংবাদিকদের জন্য কর্মক্ষেত্রের অভ্যন্তরে ও বাইরে সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।

সংলাপে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রায় ২৫ জন সাংবাদিক, সম্পাদক তাদের বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি তুলে ধরেন। নারী সাংবাদিকদের পোশাক সম্পর্কে রক্ষণশীল ধারণা এবং কুরুচিপূর্ণ মন্তব্য, বেতন বৈষম্য, কর্মক্ষেত্রের ভেতরে এবং বাইরে বিভিন্ন হয়রানি ও উৎপীড়নসহ নানান বৈষম্যের কারণে নারী সাংবাদিকরা তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন বলেও জানান তারা। 

সংলাপের শুরুতে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার প্রোগ্রাম অফিসার সাবরীনা মমতাজ সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এসময় দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাত, বাংলাদেশ বেতার এর নিউজ এডিটর, রোজিনা আক্তার, 

চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সারোয়ার আজম মানিক, এনটিভি’র স্টাফ রিপোর্টার একরাম চৌধুরী টিপু, এশিয়ান টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি, আব্দুল আজিজ, দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক শফি উল্লাহ শফি, এখন টেলিভিশন এর জেলা প্রতিনিধি, মনোতোষ বেদজ্ঞ, জিটিভি’র জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরো, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি এস্তে ফারুক, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সিসিএন, নিউজ এডিটর, আয়রিন আক্তার। 

রাইজিং বিডি’র জেলা প্রতিনিধি তারেকুর রহমান, কক্সবাজার ২৪ এর রিপোর্টার, বাঁধন সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য