কুতুবদিয়ায় শেষ সময়েও পশুর দাম বেশি 

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর

কুতুবদিয়ায় চাহিদার তুলনায় দ্বিগুণ কোরবানি যোগ্য পশু আছে। এরপরও বেশি দামে হাঁকাচ্ছে বিক্রেতারা। ফলে, হিসাব মেলাতে পারছেন না অধিকাংশ ক্রেতা। 

ক্রেতারা জানান, ঈদের শেষ সময়েও পশুর দাম তাদের নাগালের বাইরে। এদিকে, এ বছর পশুর বিক্রিও কম হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। মঙ্গলবার কুতুবদিয়ার পশু বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। 

উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের তথ্যমতে, গত কয়েক বছর ধরে এ দ্বীপে কোরবানি পশুর চাহিদা মেটাচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে, বিগত বছরের চেয়ে পশুর উৎপাদন বেড়েছে। এবারে কোরবানিযোগ্য পশু রয়েছে প্রায় ৮ হাজার। 

স্থানীয় পশু ব্যবসায়ীরা জানান, গোখাদ্যের দাম বেড়েছে কয়েকগুণ। খরচ হিসাবে পশুর যে দাম চাওয়া হচ্ছে সেটা তেমন বেশি নয়। তারা খরচের সঙ্গে সমন্বয় করে দাম হাঁকছেন বলে দাবি ব্যবসায়ীদের। 

বাজারে গরু কিনতে আসা রফিকুল ইসলাম জানান, তারা প্রতি বছর তিন জন মিলে গত কোরবানি দেন। এবারও তাই। কিন্তু গরুর দাম অনেক বেশি। তাই অন্যান্য বছরের তুলনায় এবার প্রতিজনের ভাগে কয়েক হাজার টাকা বাড়তি যোগ করতে হচ্ছে। 

   


পাঠকের মন্তব্য