সরকারি কবি নজরুল কলেজের হলে মোবাইল চুরির প্রবণতা 

শহীদ শামসুল আলম হল

শহীদ শামসুল আলম হল

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি কবি নজরুল কলেজের একটি মাত্র হল শহীদ শামসুল আলম হল। যেখানে কিনা শতাধিক শিক্ষার্থীর মাথা গোজার নিরাপদ স্থান। কিন্তু বেশ কিছুদিন যাবৎ সেখানে চুরির প্রবণতা বেড়েই চলেছে।

সোমবার ২৬ জুন রাতে রাতে ৮/২৬ রুম থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন চুরি হয়ে যায়। এর আগেও ওই রুম থেকে একটি ফোন হারিয়ে গেছে। হলটি বেশ পুরাতন হওয়ার কারণে সিকিউরিটি ব্যবস্থা খুবই দুর্বল।

ভুক্তভোগী শিক্ষার্থী খোরশেদ আলম এবং জুবায়ের হালিম প্রজন্মকণ্ঠকে বলেন- আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই ফোনটির মধ্যে আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। আমি আমার শিক্ষা কার্যক্রম এই স্মার্টফোনের মাধ্যমে পরিচালনা করতাম। ফোন দুটি হারিয়ে আমরা এখন দিশাহারা। ঈদের জন্য ক্যাম্পাস বন্ধ হবার কারণে আমরা হল সুপারকে বিষয়টি অবগত করতে পারিনি।

পাশাপাশি আমরা কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর এবং সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার এর কাছে বিনীত অনুরোধ করবো তারা যেন আমাদের এই দুঃসময়ে আমাদের পাশে এসে দাঁড়ায় এবং মোবাইল দুইটি উদ্ধার করতে যেন সহায়তা করে। 

   


পাঠকের মন্তব্য