লক্ষীপুরে বাইকে কেড়ে নিল যুবকের প্রান

তানিম (২১) নামে এক যুবকের মৃত্যু

তানিম (২১) নামে এক যুবকের মৃত্যু

মৃত্যু এক ভয়ানক শব্দ যা সবাইকেই বরন করতে হয়। কিন্তু সে মৃত্যু যদি প্রত্যাশা মোতাবেক হয়, তবে হতাশা থাকেনা। আবার কিছু মৃত্যু আছে যা পরিবার, সমাজ এমনকি দেশকে পর্যন্ত নাড়িয়ে দেয়।সে মৃত্যুর জন্য যদি অবচেতনভাবে পরিবার দায়ী হয়, তবে তাতে হতাশার অন্ত থাকেনা।

এমনি এক মৃত্যু টনক নাড়িয়ে দিয়েছে পুরো সমাজকে। বাবা শখের বশে বাইক দিয়েছেন তার কলেজ পড়ুয়া ছেলেকে। কিন্তু সে শখের বাইকেই যে ছেলের মৃত্যুর কারন হবে, সেটি জানতই বা কে ?

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের ৫নং ওয়ার্ডস্থ জনতা বাজার হইতে মোটরসাইকেল যোগে রায়পুর যাওয়ার পথে (ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে) বিপরীত দিক থেকে ছুটে আসা সিএনজি'র সাথে মুখোমুখি সংঘর্ষে তানিম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩ জুলাই) আনুমানিক রাত ১টা ১৫ মিনিটে ভূঁইয়া রাস্তা (জনতা বাজার) হইতে মোটরসাইকেল যোগে রায়পুর যাওয়ার পথে (ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে) বিপরীত দিক থেকে ছুটে আসা সিএনজি'র সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলসহ ছেলেটি রাস্তার পার্শ্ববর্তী খালে পড়ে যায়। 

এসময় স্থানীয়রা ছুটাছুটি করে তাকে খাল থেকে তুলে আশঙ্কাজনক অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখনও ছেলেটির ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি খালের পানিতে পড়ে থাকতে দেখা যায়।

এদিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জু ছেলেটির অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদরে প্রেরণ করলে হাসপাতালে নেওয়ার পথেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতাল সূত্র জানায় নিহত ছেলেটির নাম তানিম (২১)। সে রায়পুর বাজারের ব্যবসায়ী বুলেট মাইকের সত্বাধিকারী মিজানুর রহমান বুলেটের ছেলে।

   


পাঠকের মন্তব্য