এবি ব্যাংকের কৃষি ঋণ বিতরণ কর্মসূচি এবার বোরহানউদ্দিনে

প্রান্তিক কৃষকদের মাঝে ঋণ বিতরণ কর্মসূচি

প্রান্তিক কৃষকদের মাঝে ঋণ বিতরণ কর্মসূচি

স্মার্টকার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে ঋণ বিতরণ কর্মসূচি এবার দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নেয়া হয়েছে। আগামী ১৩ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে এই ঋণ বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে। প্রায় দেড় সহস্র কৃষকের মাঝে এই ঋণ বিতরণ করা হবে।

ঋণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ভোলা জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট তৌফিক ইলাহী চৌধুরী, বরিশাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ, এবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার খাইরুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক, উপজেলা কৃষি অফিসার এইচ এম শামীম।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। 

স্মার্টকার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে এবি ব্যাংকের ঋণ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে চলতি বছরের শুরুতে। 

বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খাদ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হয় সরকারীভাবে। দেশের প্রতিটি অনাবাদী জমি কৃষির আওতায় আনার জন্য সরকারীভাবে বিভিন্ন পদক্ষেপে নেয়া হয়। সংশ্লিষ্ট সকলকে বৈশ্বিক মোকাবেলায় প্রধানমন্ত্রী যে নির্দেশ প্রদান করেন তা বাস্তবায়নের অংশ হিসেবে এবি ব্যাংক স্মার্টকার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে সহজ শর্তে ন্যূনতম সুদে ঋণ দেয়ার কর্মসূচি গ্রহণ করে। এই ঋণ বিতরণ কর্মসূচি সর্বমহলে প্রশংসিত হয়েছে। 

ইতিমধ্যে  ২৩০০০ হাজার কৃষককে ঋণ দেওয়া শেষ করেছে। ঈদের ছুটি শেষে আবার দেশের দক্ষিণাঞ্চল দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঋণ বিতরণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এবি ব্যাংক কর্তৃক ঋণ বিতরণের সুযোগ পেতে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য্ বিধৌত ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার প্রান্তিক কৃষকরা। 

উল্লেখ্য, স্মার্টকার্ডের মাধ্যমে ঋণ কর্মসূচির প্রবক্তা এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।

   


পাঠকের মন্তব্য