বিশ্বের যে সকল দেশে ভোট দেয়া বাধ্যতামূলক বিধান

 নাগরিককে অবশ্যই ভোট দিতে হবে

নাগরিককে অবশ্যই ভোট দিতে হবে

ভোট প্রদান করার মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করা হয়। তবে আপনি একটা নির্দিষ্ট এলাকায় বসবাস করার পরেও নির্বাচনে চাইলে ভোট প্রদান করতে পারেন বা নাও দিতে পারেন। যেমনটি দেখা গেছে সম্প্রতি বাংলাদেশের রাজধানীর একটি আসনের এমপি নির্বাচনে। সেখানে ভোট দিয়েছেন মাত্র ১২ শতাংশ ভোটাররা। 

এদিকে, পৃথিবীতে এমনও কিছু দেশ রয়েছে যেখানে আপনাকে ভোট দিতেই হবে এবং এটা বাধ্যতামূলক। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, বেলজিয়াম, সাইপ্রাস ও ইকুয়েডোরে ভোট দিতেই হবে। এ ছাড়াও দক্ষিণ কোরিয়া, পেরু, সিঙ্গাপুর, উরুগুয়ে, সুইজারল্যান্ডে এই কম্পলসারি ভোটের আইন চালু রয়েছে।

আর্জেন্টিনায় ১৭ থেকে ৭০ বছরের নাগরিককে অবশ্যই ভোট দিতে হবে। দেশটিতে এই আইন চালু হয় ১৯১২ সালে। অস্ট্রেলিয়ায় ১৯২৪ সালে প্রথম কম্পলসারি ভোটের আইন চালু হয়। সাইপ্রাসে ১৯৬০ সাল থেকে এই আইন চালু হয়। ১৯৩৬ সালে ইকুয়েডোরে চালু করা হয় এই আইন।  

অধিকাংশ দেশে চার বছর অথবা পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচন করার জন্য অথবা বিভিন্ন ক্যাটাগরিতে জনপ্রতিনিধিদের নির্বাচন করার জন্য ভোট অনুষ্ঠিত হয়ে থাকে। কারণ, একটি রাষ্ট্রের ভেতরে সবাই এক গোত্রে লোক থাকে না এবং সকলের মতাদর্শ অথবা পছন্দের ব্যক্তিত্ব এক রকমের হয়ে থাকে না। তাই ভোট দেওয়ার ক্ষেত্রে একজন জনগণকে তার মতামতের উপর মূল্য দেওয়া হয় এবং সাধারণ জনগণ যেখানে ভোট সেখানে দিতে পারবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে ভোট দেওয়া বাধ্যতামূলক নয় এবং এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। অর্থাৎ ভোটের দিন আপনি চাইলে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারবেন অথবা না চাইলে না পারবেন। কিন্তু ভোট দেওয়া অনেকটাই আনন্দের একটা বিষয় এবং এরমধ্য দিয়ে আপনার পছন্দের যোগ্য প্রতিনিধি দিতে যখন নির্বাচনে জয়ী করতে পারবেন তখন আপনার কাছে এটা আনন্দের বিষয় বলে মনে হবে।

   


পাঠকের মন্তব্য