মাঠ দখলের প্রস্তুতি, উত্তপ্ত রাজনীতি; সংঘাতের আশঙ্কা

আওয়ামিলীগ ও বিএনপি

আওয়ামিলীগ ও বিএনপি

সরকার পতনের এক দফা দাবিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এই ডাকে সাড়া দিয়ে প্রায় ৩৬টি রাজনৈতিক দল জোটগত ও এককভাবে এদিন সমাবেশের ডাক দিয়েছে। অপরদিকে মাঠ দখলে বিএনপিকে রাজপথ ছেড়ে দিচ্ছে না আওয়ামী লীগও। যুবলীগ ও আওয়ামী লীগের আরো দুটি সহযোগী সংগঠনের ডাকে তারুণ্য জয়যাত্রা সমাবেশের ঘোষণা আছে একই দিনে। তাই আগামী ২৭ জুলাইকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির ময়দান।

কি হবে; কি হচ্ছে ? নানা জনের নানা মত; তাহলে কি আবার ফিরে আসছে সংঘাত ? 

সংশ্লিষ্টরা বলছেন, সমাবেশ ঘিরে রাজপথে সংঘাতের আশঙ্কাও রয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। আওয়ামী লীগ রাজপথে সংঘাতের উসকানি দিচ্ছে এমন অভিযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

অপরদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপি সীমান্ত এলাকা থেকে অস্ত্র মজুদ করছে, সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য। ২৭ জুলাইয়ের সমাবেশ-পাল্টাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বেশ তোলপাড় চলছে। 

২২ জুলাই বিএনপির সমাবেশ হয়েছে; এর ৪ দিন পর আবারও বড় একটি সমাবেশের ডাক আসাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। এটিকে তারা হালকাভাবে দেখছে না। তাই সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশেষ করে এ আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে সর্বাধিক জনসমাগম ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। 

দলীয় সুত্রে পাওয়া খবর, তারুণ্যের জয়যাত্রা সমাবেশে শুধু যুবলীগ নয়, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে নিয়ে যৌথভাবে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। তাদের সমাবেশ হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। এতে ঢাকার দুই মহানগর ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা এবং ময়মনসিংহ জেলার তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেবেন।

২৭ জুলাই বিএনপির মহাসমাবেশের দিন যুবলীগ কর্মসূচি দিয়ে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৭ জুলাই কোনো সংঘাত-সংঘর্ষ হলে এর দায় ক্ষমতাসীন দল ও সরকারকে নিতে হবে হুশিয়ারি করেছেন তিনি। মির্জা ফখরুল সরকারি দলকে তাদের সমাবেশের তারিখ পরিবর্তনের আহ্বানও জানান। 

এদিকে সমাবেশ করে বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করছে আওয়ামী লীগ। এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি আগ্নেয়াস্ত্র এনে মজুদ করছে। তারা মনে করে অস্ত্র শক্তি হলো আসল শক্তি। সীমান্তের এপার থেকে খবর পাচ্ছি, অস্ত্র কিনছে তারা। চাঁপাইনবাবগঞ্জ তাদের অস্ত্র সরবরাহের একটি ঘাঁটি। আগ্নেয়াস্ত্র এনে তারা মজুদ করছে।

   


পাঠকের মন্তব্য