বেরোবি'র রাজশাহী জেলা সমিতির নেতৃত্বে নাবিল-আতিক

রাজশাহী জেলা সমিতির নতুন কমিটি

রাজশাহী জেলা সমিতির নতুন কমিটি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-র রাজশাহী জেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। 

নব গঠিত কমিটিতে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মুসান-নাবিন আহমেদ (নাবিল)-কে সভাপতি ও জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আতিক শাহরিয়ারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি শাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মনজুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেরোবি'র রাজশাহী জেলা সমিতির আগামী ১ বছরের জন্য ৪২ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি অনুমোদন প্রদান করেন।

৪২ সদস্যের এ কমিটিতে সভাপতি মুসান নাবিল আহমেদ নাবিল ও সাধারণ সম্পাদক আতিক শাহরিয়ার ছাড়াও সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন নাদিম মাহমুদ নান্নু, পিয়ারুজ্জামান পলাশ, অম্রিত কুমার দত্ত,রাসেল আলী, আল ফাহিম, রবিউল ইসলাম ও রনি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাহুল সরকার, বেনজির আহমেদ, মেহেদি হাসান হিমেল, শিউলি সিদ্দিকী, আশিক ইসলাম, জুয়েল রানা, সম্রাট কুমার, চাঁদ মিয়া ও শাহরিয়ার জীম।সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন আসাদুজ্জামান রিয়াজসহ প্রমুখ।এছাড়াও অন্যান্য দায়িত্বে থাকবেন রাজশাহী জেলা থেকে অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীরা।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক আতিক শাহরিয়ার বলেন, আমি সকলকে সঙ্গে নিয়ে রাজশাহী জেলা  সমিতিকে রাজশাহীর সকল ছাত্র-ছাত্রীর জন্য একটা আস্থা এবং নির্ভরতার সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।

সভাপতি মুসান নাবিন আহমেদ (নাবিল) বলেন, রাজশাহী জেলা সমিতি ইতোমধ্যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তাদের ভরসার প্রতিক হিসেবে রয়েছে। বিভিন্নভাবে রাজশাহীর শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ও বিভিন্ন আয়োজনে এই ভরসা আরো স্থায়ী করার লক্ষ্যে কাজ করব।

উল্লেখ্য, বেরোবির রাজশাহী জেলা সমিতি রাজশাহী  থেকে আগত বেরোবিতে পড়ুয়া শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। রাজশাহী জেলা থেকে আসা ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করার পাশাপাশি পরীক্ষার্থীদের সার্বক্ষণিক সাহায্য সহযোগিতা করে থাকে সংগঠনটি।এছাড়াও শিক্ষার্থীদের সকল বিপদে তাদের পাশে থেকে সহায়তা করে সংগঠনটি ভালোবাসার সংগঠনে পরিণত হয়েছে।

   


পাঠকের মন্তব্য