বিএনপির অবস্থান কর্মসূচীর মধ্যদিয়ে ভাইরাল যে দুটো ছবি  

দুইটি ছবি ব্যাপক আলোচনায়

দুইটি ছবি ব্যাপক আলোচনায়

রাজধানীর বিভিন্ন স্থানে শনিবার (২৯ জুলাই) পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সহস্র ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরমধ্যে দুইটি ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

একটি হলো ডিবি প্রধান হারুন অর রশীদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের খাবারের ছবি। আরেকটি হলো-বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সোনারগাঁও হোটেলের খাবার এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়ন করছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় দুপুরের খাবার খান। 

একটি ছবিতে দেখা যায়, গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দিচ্ছেন ডিবি প্রধান।

ডিবি কার্যালয়ে গয়েশ্বরকে আপ্যায়ন এদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল। শনিবার (২৯ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারি একান্ত সচিব গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন আমানকে দেখতে যান। 

ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, বিএনপি নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস এক বুকেট তুলে দিচ্ছেন গাজী হাফিজুর রহমান (লিকু)।

এসময় আমানউল্লাহ আমানকে হাফিজুর রহমান (লিকু) বলেন, প্রধানমন্ত্রী আপনার জন্য এ সকল খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তিনি আরও বলেন, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যেকোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দিবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠা, খালেদা জিয়া সহ কারাবন্দি নেতাদের মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি।

গেল শুক্রবার নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেয়ার পরপরই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগ ঢাকার প্রবেশ মুখে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে কাউকেই রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। পুলিশি অনুমতি না পাওয়া সত্বেও ঢাকার পাঁচটি প্রবেশমুখে অবস্থানের ব্যাপারে অনড় থাকে বিএনপি।

   


পাঠকের মন্তব্য