বেরোবি'র ঠাকুরগাঁও কল্যাণ সমিতির নেতৃত্বে রবিউল-সাদিয়া

সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিয়া ইয়াসমিন

সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিয়া ইয়াসমিন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)র ঠাকুরগাঁও কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। নব গঠিত কমিটিতে অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রবিউল ইসলামকে সভাপতি ও জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদিয়া ইয়াসমিনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সংগঠনটির সদ্য সাবেক সভাপতি বাবুল হোসেন  ও সাধারণ সম্পাদক বিপুল মোদক এবং উপদেষ্টা গোলাম রাব্বানী, মোহাম্মদ আলী, অতুল চন্দ্র সিংহ, মির্জা আমিরুন নেছা, আবু সাঈদ ও আব্দুর রাজ্জাকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেরোবি'র ঠাকুরগাঁও কল্যাণ সমিতির আগামী ১ বছরের জন্য  ১১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি অনুমোদন প্রদান করেন এবং আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরীর নির্দেশ দেয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মিনহাজুল আবেদিন ও বেলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোশাররফ হোসেন, মাহমুদুল হাসান জিসান ও মনি আক্তার, সাংগঠনিক সম্পাদক হিসেবে মুন্না বিশ্বাস, পূজা রায় ও ফিরোজ আলী এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন রবীন্দ্রনাথ রায়

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাদিয়া ইয়াসমিন বলেন, ঠাকুরগাঁও থেকে প্রতি বছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের সকল প্রকার কাজে তাদের সহযোগিতা করে এবং তাদের সকল প্রয়োজনে পাশে দাঁড়িয়ে ও নানা আয়োজনে ঠাকুরগাঁও কল্যাণ সমিতিকে অনন্য করে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করব।

সভাপতি রবিউল ইসলাম বলেন, ঠাকুরগাঁও কল্যাণ সমিতি ইতোমধ্যেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তাদের ভরসার প্রতিক হিসেবে রয়েছে।আগামীতে আরো নিষ্ঠার সাথে কাজ করে এই জেলা সমিতিকে এগিয়ে নিতে চেষ্টা করব।

বিশ্ববিদ্যালয়ের রাসেল চত্বরে ঠাকুরগাঁও কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত নবীন বরণ,দায়িত্ব হস্তান্তর ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে নতুন কমিটির মাঝে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান গোলাম রব্বানী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা আমিরুন নেছা,পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদ, পরিসংখ্যান বিভাগের প্রভাষক অতুল চন্দ্র সিংহ, বেরোবি'র জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আলী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুরের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক, রংপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ হাফিজুল ইসলাম ও আব্দুল মালেক এবং বাংলাদেশ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পোমেল বড়ুয়া।

   


পাঠকের মন্তব্য