পাট বিক্রি করে বাড়ি ফেরা হলো না সালামের

কৃষক আঃ সালাম

কৃষক আঃ সালাম

পাট বিক্রি করে বাড়ি ফেরা হলো না কৃষক আব্দুস সালাম বেপারীর। ঝালোরচর হাটে পাট বিক্রি শেষে বাড়ি ফেরার সময় ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে সেতুর মোড় নিয়ন্ত্রণ খুটির সাথে ধাক্কা লেগে মারা যান কৃষক আঃ সালাম। 

সোমবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পোল্যাকান্দি ব্রহ্মপুত্র সেতুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম বেপারী পোল্যাকান্দি গ্রামের মৃত নাসির বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর। 

স্থানীয়রা জানান, নিহত আব্দুস সালাম বেপারী  ঝালোরচর হাটে পাট বিক্রি করে খালি ভ্যানে চরে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি পোল্যাকান্দি ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণের ঢালে পৌঁছলে পেছন থেকে আরেকটি ভ্যান আঃ সালাম কে বহন করা ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আব্দুস সালাম বেপারী ভ্যান থেকে ছিটকে সেতুর মোড় নিয়ন্ত্রণ খুঁটির সাথে সজোরে ধাক্কা খান। 

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কৃষক সালাম। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আব্দুস সালাম বেপারীর বড় মেয়ে সালেমা বেগম বলেন, পাট বিক্রি করে বাবা তিন মেয়ের বাড়িতে বেড়াতে যেতে চেয়েছিলেন।  কিন্ত বাবা তার আগেই আমাদের ছেড়ে পরপারে চলে গেলেন।

নিহতের বড় ছেলে শারীরিক প্রতিবন্ধী আলম মিয়া জানান, আমাদের মা নেই, বাবাই ছিলো আমাদের একমাত্র অবলম্বন। বাবার অবর্তমানে তিন বোনকে কিভাবে আগলে রাখবো।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, দুর্ঘটনায় আব্দুস সালাম বেপারীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তার পরিবারের কারো কোনো অভিযোগ নেই।

   


পাঠকের মন্তব্য