জামায়াত-শিবিরের সহিংসতা, ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিক্ষোভ ও সহিংসতার ঘটনা

বিক্ষোভ ও সহিংসতার ঘটনা

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় জামায়াত-শিবিরের ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, সোমবার রাতে জামায়াতে ইসলামীর যেসব নেতাকর্মী তাণ্ডব চালিয়েছিল তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলার বিষয়ে বিস্তারিত তথ্য ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে দেওয়া হবে।

এদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। মামলায় জামায়েত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গত সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।।

   


পাঠকের মন্তব্য