মাদারীপুরে মামলার সাক্ষীর ওপর হামলার অভিযোগ

চুরি মামলায় সাক্ষী হওয়ায় হামলা

চুরি মামলায় সাক্ষী হওয়ায় হামলা

মাদারীপুরের ডাসারে চুরি মামলায় সাক্ষী হওয়ায় মো.সেলিম ফকির (৪০) নামের এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হামলার ঘটনায় ডাসার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগীর স্ত্রী নাজমা বেগম। 

আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে ভূক্তভোগী পরিবার।

ভূক্তভোগী পরিবারের অভিযোগ ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার কাজীবাকাই এলাকার দক্ষিন মাইজপাড়া গ্রামের কেতাবালী ফকিরের ছেলে বাদশা ফকিরের একটি মেশিন ৪/৫দিন আগে চুরি হয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগীতায় ডাসার থানা পুলিশ চুরি হওয়া ওই মেশিন উপজেলার ভূরঘাটা বাজারের একটি দোকান থেকে উদ্ধার করে। 

এ ঘটনায় মেশিনের মালিক বাদশা ফকির বাদী হয়ে একই এলাকার শাহাজালাল, মনা ও বায়জিদকে আসামী করে ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার সাক্ষী হন মো. সেলিম ফকির। এর জেরে গত ২৩ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে দক্ষিন মাইজপাড়া গ্রামের রিপন মাস্টারের বাড়ির সামনে ওৎ পেতে থাকা স্থানীয় বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সাক্ষি সেলিম ফকিরের ওপর হামলা চালায়। পরে হামলার শিকার সেলিম ফকিরকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগীর স্ত্রী নাজমা বেগম।

আহত সেলিম ফকির বলেন, মামলার সাক্ষী হওয়ায় গফ্ফার, মনা ও শাহাজালাল আমাকে কুপিয়ে হত্যা চেষ্টা করে। এ ঘটনায় আমার স্ত্রী নাজমা বেগম তাদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি হামলাকারীদের নামে মামলা করবো। 

চুরি মামলার বাদি বাদশা ফকির বলেন, আমার মামলার সাক্ষি হওয়ায় সেলিম ফকিরের ওপর হামলা চালিয়েছে চুরী মামলার আসামিরা। চুরি মামলার অভিযুক্ত আসামী ও হামলাকারীদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায় নি। 

এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং সাক্ষীর ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

   


পাঠকের মন্তব্য