টেকনাফে ঘর থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার; আটক-১

 কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১)

কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১)

কক্সবাজারের টেকনাফে বসত-বাড়ির শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর আভিযানিক দল। এই ঘটনায় ২/৩জন মাদক কারবারী পালিয়ে যায়। 

সুত্র জানায়, ২৭ আগস্ট সকাল ৭টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল কতিপয় মাদক কারবারী অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং মন্ডল পাড়ায় জনৈক নুরুল ইসলামের বাড়িতে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ ইসমাইল (৪৯) কে গ্রেফতার করতে পারলেও আরো ২/৩জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তার বসত-ঘরের শয়ণকক্ষে খাটের নিচে সবুজ প্লাষ্টিকের বস্তার ভেতর হতে ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

উল্লেখ্য,তারা সংঘবদ্ধ একটি মাদক চোরাচালান চক্র। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদকের বড় চালান অবৈধভাবে সংগ্রহের পর মওজুদ করে এবং পরে কৌশলে পাচার করে। 

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক অজ্ঞাতনামা ২/৩জন মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। 

   


পাঠকের মন্তব্য