চাকমারকুলে একরাতে ৫টি গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী

রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন

রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নে এক রাতে ৫টি গরু চুরি হওয়ার খবর পাওয়া গেছে। এমন চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

শনিবার (২৬ আগস্ট) রাত ৩ টার সময় ইউনিয়ের ৭নং ওয়ার্ডের শ্রীমুরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানা যায়, চাকমারকুল শ্রীমুরা এলাকার সিরাজুল হকের গোয়াল থেকে ১ টি,আব্দুল আজিজ এর ২টি ও আবু শামা'র ২টি সহ ৫টি গরু চুরি হয়েছে। প্রত্যকের গোয়াল ঘর থেকে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল এসব চুরি করে নিয়ে যায়। 

ভুক্তভোগীরা তাদের চুরি হওয়া গরু উদ্ধার সহ গরু চুরি বন্ধে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগিতা কামনা করেছেন। 

এ বিষয়ে ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু বক্কর জানান, একই ওয়ার্ডে তিন পরিবারের একসাথে ৫টি গরু চুরি হওয়ার বিষয়টি অবশ্যই দু:খ জনক ও আশ্চর্যজনক। একসাথে এতগুলো গরু চুরি হওয়ায় অন্যান্য গরু মালিক সহ স্হানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন ধরনের অপরাধ দমন সহ আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশের টহল জোরদারের দাবি জানান সাবেক এই জনপ্রতিনিধি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন,এবিষয়ে আমি এখনো অবগত নয়,খোঁজখবর নিয়ে দেখছি।

   


পাঠকের মন্তব্য