সুন্দরগঞ্জে আদর্শ বীজতলা পরিদর্শন

জনম এ্যাগ্রোফার্ম কোং লিমিটেড

জনম এ্যাগ্রোফার্ম কোং লিমিটেড

গাইবান্ধার সুন্দরগঞ্জে জনম এ্যাগ্রোফার্ম কোং লিমিটেড'র অধীনে বোরো ধানের ভিত্তিবীজ উৎপাদনের জন্য আদর্শ বীজতলা পরিদর্শন করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান।
 
রবিবার সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পূর্ব-পরান গ্রামের কুটিপাড়াস্থ এসব বীজতলা পরিদর্শন পূর্বক পরামর্শ প্রদানকালে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরহাদ মিয়া, প্রেস ক্লাব'র সভাপতি আবু বক্কর সিদ্দিক। 

এসময় ছিলেন উক্ত কোম্পানি লিমিটেড'র চেয়ারম্যান আব্দুল মতিন, ব্যাবস্থাপনা পরিচালক মিলন কুমার সরকার, পরিচালক কনক রঞ্জন সরকার, মোখলেছুর রহমান, মিলন মিয়া, স্থানীয় কৃষক পরেশ চন্দ্র সরকার,পরিতোষ কুমার সরকার, জনাব আলী, মমিন মিয়া প্রমূখ। 

 পরামর্শ প্রদানকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান বলেন- উন্নত বীজ উৎপাদনে দরকার আদর্শ বীজতলা। এতে করে পরবর্তী বীজ ও বীজ পরবর্তী ফসল উৎপাদনে আশানুরূপ ফলন সম্ভব। উদাহরণ স্বরূপ সন্তানের সুস্থ্যতার জন্য মাকে সুস্থ্য রাখা প্রয়োজন। তাই, উন্নত মানের বীজ উৎপাদনে আদর্শ বীজতলা নির্বাচন করা দরকার। শুধু বীজ উৎপাদনের ক্ষেত্রেই নয়; ফসলের আশানুরূপ ফলন পেতে হলে উন্নত মানের বীজ ও বীজতলা প্রয়োজন।  

   


পাঠকের মন্তব্য