আইন-শৃঙ্খলা বাহিনী ছাড় দিবে না বলে হুঁশিয়ারি

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটদানে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আইন-শৃঙ্খলা বাহিনী ছাড় দিবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। তিনি বলেছেন, সাংবিধানিকভাবে একজনের ভোট দেওয়া বা না দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু কেউ ভোট দিতে চাইলে তাকে বাধা দেওয়ার কারো অধিকার নেই। এ ক্ষেত্রে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে দমন করবে।

আজ রবিবার চট্টগ্রামের পতেঙ্গায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, ৭ জানুয়ারির নির্বাচন হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। যারা ভোটকেন্দ্রে আসবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা।

মানুষ যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারে তার ব্যবস্থা করার দায়িত্বও আমাদের।

র‌্যাব মহাপরিচালক বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। কে জিতবে কে হারবে সেটা দেখার দায়িত্ব আমাদের না। ভোটের জন্য সুন্দর, সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করতে আমরা সেভাবে তৈরি হয়েছি।

তিনি বলেন, ‘নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা কাজ করবে তাদের মধ্যে সমন্বয় থাকবে। কোথাও ক্রাইসিস হলে সেখানে আমরা দ্রুত যাবো। নির্বাচন ঘিরে এখনো কোনো হুমকি নেই। চোরাগোপ্তা হামলার বিষয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে আমরা আলাদা নজরদারির মাধ্যমে কাজ করবো।

   


পাঠকের মন্তব্য