দেওয়ানগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ির বাড়িতে দুর্ধষ ডাকাতি

পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ির বাড়িতে দুর্ধষ ডাকাতি

জামালপুরের দেওয়ানগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে মুরাদ মন্ডল নামে এক ব্যবসায়ির বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ব্রিজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মুরাদ মন্ডল পোল্যাকান্দি ব্রিজ বাজারের ব্যবসায়িও ওই গ্রামের জহুরুল হক মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে উপজেলার ব্রিজবাজার এলাকার মুরাদ মন্ডলের বাড়িতে একদল মুখোশধারী ডাকাত ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রথমে ঘরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে বাড়িতে থাকা লোকজন কে জিম্মি করে হাত-পা বেঁধে, ঘরে থাকা ১৭ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের আর্তচিৎকারে এলাকাবাসী গিয়ে তাদের ঘরের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পায়। পরে তারা ঘটনা খুলে বলেন। 

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, পোল্যাকান্দি ব্রিজ বাজার এলাকায়  ডাকাতির কথা শুনেছি। ডিবি পরিচয়ে ডাকাতেরা ঘরে ঢুকে বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ । এ ব্যাপারে এখনও অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

   


পাঠকের মন্তব্য