টেকনাফে বিজিবি'র তল্লাশিতে ১ লাখ দশ হাজার ইয়াবা উদ্ধার 

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান

টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান

কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে কাঁদায় লুকানো অবস্থায় ১লাখ ১০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে। 

সুত্র জানায়,২৩ জানুয়ারি রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির বিআরএম-৫ হতে প্রায় ১কিঃ মিঃ দক্ষিণ দিকে আলুগোলা সুলিশ গেইট এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের একটি চালান বাংলাদেশে আসার গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গিয়ে তল্লাশী অভিযান শুরু করে। পরে তল্লাশীর এক পর্যায়ে আলুগোলা সুলিশ গেইট খালের কিনারায় কাঁদামাটির নীচে লুকায়িত অবস্থায় পলিথিনে মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত প্যাকেটের ভিতর হতে মালিকবিহীন অবস্থায় ১লাখ ১০হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। 

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, অভিযান চলাকালে কোন চোরাকারবারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। 

   


পাঠকের মন্তব্য