মুসলিম হয়ে বাড়ি ফিরলেন গায়ক ড্যানি ল্যাম্বো

ব্রিটিশ অভিনেতা ও গায়ক ড্যানি ল্যাম্বো

ব্রিটিশ অভিনেতা ও গায়ক ড্যানি ল্যাম্বো

ব্যবসায়িক কাজে সৌদি আরব গিয়েছিলেন বিখ্যাত ব্রিটিশ অভিনেতা ও গায়ক ড্যানি ল্যাম্বো। দ্রুত কাজ শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এক পরিচিত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে বেড়াতে বেড়াতে তাকে নিয়ে যান পবিত্র মক্কায়। এরপর ল্যাম্বোর জীবনই পাল্টে যায়। তিনি মুসলমান হয়ে বাড়ি ফিরেছেন।

সম্প্রতি তিনি মক্কার মসজিদুল হারামে ওমরাহ আদায়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নিজের মুসলমান হওয়ার খবরটি জানান। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, "আপনার জানা নেই, জীবন আপনাকে কোন পথে নিয়ে যাবে। ব্যবসার কাজে আমি সৌদি আরবে এসেছিলাম। সেই কাজ দ্রুত শেষ হয়ে যায়। তখন আমার দেখা হয় এক ব্যক্তির সঙ্গে, যিনি আমাকে পবিত্র মক্কায় নিয়ে আসেন। আর এখান থেকেই আমার জীবনের নতুন এক আধ্যাত্মিক ও মানসিক সফর শুরু হয়ে যায়।" ওই ভিডিওতে আবেগাপ্লুত হয়ে ল্যাম্বোকে কাবার সামনে দাঁড়িয়ে কাঁদতেও দেখা যায়।

ল্যাম্বো নিজ ইনস্টাগ্রামে আরেকটি পোস্টে সৌদি আরবের সেই গুরুত্বপূর্ণ বন্ধুর ছবিও পোস্ট করেন। বাসিত নামের ওই বন্ধুর উদ্দেশে তিনি লেখেন, "ধন্যবাদ প্রিয় ভাই বাসিত! তুমি আমাকে জীবনের আসল অর্থ ও উদ্দেশ্য চিনতে সাহায্য করেছ।"

ওমরাহরত ড্যানি ল্যাম্বো

উল্লেখ্য, ব্রিটিশ এই অভিনেতার প্রকৃত নাম ড্যানি কার্ন। তবে সুপারকার ল্যাম্বারগিনির প্রতি তার ভালোলাগা প্রকাশের জন্য নামের সঙ্গে ‘ল্যাম্বো’ যুক্ত করেন তিনি। তারপর থেকে তিনি ‘ড্যানি ল্যাম্বো’ নামেরই পরিচিত হয়ে আসছেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি পড়াশোনা ছেড়ে গানকে পেশা হিসেবে বেছে নেন। পরে হোটেল ব্যবসাতেও বিনিয়োগ করেন। এভাবে মাত্র ২২ বছর বয়সে কোটিপতিদের তালিকায় যুক্ত হন ড্যানি ল্যাম্বো। বর্তমানে তার মোট সম্পদের মূল্য অন্তত ৫০ মিলিয়ন পাউন্ড বলে জানা গেছে।

   


পাঠকের মন্তব্য