গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু 

গাইবান্ধায় রেলে কাটা

গাইবান্ধায় রেলে কাটা

গাইবান্ধায় রেলে কাটা পড়ে সারের দোকানের কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম উৎপল বলে জানা গেছে। সে ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার কালির বাজারের একটি সারের দোকানের কর্মচারী ছিল। নিহত উৎপল চন্দ্র বর্মন সদর উপজেলার ভেলাকোপা গ্রামের কার্তিক চন্দ্র বর্মনের ছেলে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে গাইবান্ধা সদরের শুকান ডিগি নামক স্থানে এই ঘটনা ঘটে। 

স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৯ ঘটিকার দিকে ঢাকা থেকে লালমনিরহাট গামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা সদরের শুকান ডিগি এলাকায় পৌছাইলে উক্ত ব্যক্তি দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় তার শরীল থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। 

গাইবান্ধার রেল পুলিশের এসআই মোঃ ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

   


পাঠকের মন্তব্য