কক্সবাজার টেকনাফে আবারো ৫ কৃষককে অপহরণ 

 আবারো ৫ কৃষককে অপহরণ 

আবারো ৫ কৃষককে অপহরণ 

কক্সবাজারের টেকনাফে হ্নীলা পশ্চিম পানখালী পাহাড়ি এলাকায় চাষাবাদকৃত ক্ষেত পাহারাকালে স্থানীয় কৃষক পরিবারের ৫ জনকে অপহরণ করেছে পাহাড়ি ডাকাত দল। অপহৃতদের স্বজনের নিকট ফোন করে ৩৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করছে অপহরণকারীরা। 

স্থানীয় সুত্রে জানা যায়,২১মার্চ রাতে হ্নীলা পশ্চিম পানখালীর ভিলেজার পাড়া সংলগ্ন ছনখোলা এলাকায় বিভিন্ন ফসলের চাষাবাদকৃত ক্ষেত পাহারা দিতে যায় স্থানীয় আব্দুর রহিমের পুত্র মোঃ নুর (২২), ফকির মোহাম্মদের পুত্র রফিক (১৮), ছৈয়দ উল্লাহর পুত্র মোঃ শামীম (১৮), মোঃ শাহজাহানের পুত্র জিহান (১৭) এবং নুরুল আমিনের পুত্র আব্দুর রহিম। রাত শেষ হয়ে সকাল হলেও তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজনের মধ্যে ক্ষেত পাহারা দিতে যাওয়া ছেলেরা অপহরণের শিকার হয়েছে বলে সন্দেহ হয়। 

পরে দুপুরের দিকে আব্দুর রহিমের বাড়িতে ফোন করে মোঃ নুর অপহরণের শিকার হয়েছে। তাকে মুক্ত করতে ১৫লক্ষ টাকা মুক্তিপণ দাবী করা হয়। অবশিষ্ট ৪জনের জন্য জনপ্রতি ৫লাখ টাকা করে ২০লাখ টাকা মুক্তিপণ দাবী করে। এতেই ভোক্তভোগী পরিবার তাদের ছেলে অপহরণের শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের বিভিন্ন মহলকে অবহিত করে। 

এদিকে দুপুরে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি এই ধরনের অপতৎপরতা দমনে সরকারের উর্ধ্বতন মহল ও আইন-শৃংখলা বাহিনীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।  

স্থানীয় মহলের মতে,পাহাড়ে অবস্থানরত স্বশস্ত্র রোহিঙ্গা দূবৃর্ত্ত দলের সাথে পার্শ্ববতী গ্রামের চিহ্নিত কিছু অপরাধীদের সাথে সম্পৃক্ততা থাকার কারণে এলাকার স্বচ্ছল কিছু লোককে টার্গেট করে অপহরণ করে নির্মম নির্যাতনের পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিচ্ছে। অনেক সময় মুক্তিপণ আদায়ে ব্যর্থ হলে খুনের ঘটনা ঘটছে। 

এই ধরনের অপতৎপরতা থেকে সাধারণ মানুষকে রক্ষা এবং পাহাড়ি এলাকায় অবাধে চাষাদের মাধ্যমে খাদ্য উৎপাদন সহজ করতে তাদের বিরুদ্ধে কঠোর অভিযানের দাবী জানান সচেতন মহল।

   


পাঠকের মন্তব্য