ফুলবাড়ীতে মসজিদের আইপিএসের ব্যাটারি চুরির অভিযোগ  

মসজিদের আইপিএসের ব্যাটারি চুরি

মসজিদের আইপিএসের ব্যাটারি চুরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদের আইপিএসের ২৫ হাজার টাকা মূল্যের ব্যাটারি চুরির ঘটনা ঘটে এ ব্যাপারে মসজিদের মুয়াজ্জিন মেহের জামাল বাদী হয়ে পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার দুই  যুবকের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

গত রোববার দিবাগত রাত ৪টায় উপজেলার ভাঙ্গামোর ইউনিয়নের মধ্য রাবাইতারী বটতলা মুছল্লিপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনা ওই মসজিদের মুসল্লিদের নামাজ আদায়ে দুর্ভোগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা অভিযুক্তদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আভিযোগ জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সুখাতী বোর্ডঘর এলাকার আজিজুল হকের ছেলে খালিদ হোসেন (২৩)  ও তার সঙ্গীয় দারোগ আলীর ছেলে হাফিজুর রহমান (৩২) রাতের অন্ধকারে মসজিদের সোলারের ব্যাটারী চুরি করে নিয়ে যাচ্ছিল। সেহরির পর এসময়  ফজরের নামাজ আদায় করতে আসা এলাকার মুসুল্লি ও এজাহারে সাক্ষী  আব্দুস সামাদ (৫৬) ও নুর জামাল (৫২) পথে তাদের  হাতে থাকা ব্যাটারী দেখতে পেয়ে  জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো  উত্তর না দিয়ে দ্রুত পাশ কাটিয়ে পালিয়ে যায়। সন্দেহ হলে তারা মসজিদে এসে দেখেন মসজিদের আইপিএস এর ব্যাটারি খোয়া গেছে। পরবর্তীতে বিষয়টি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে যায়। 

এ নিয়ে অনুসন্ধান করে স্থানীয়রা নিশ্চিত হন অভিযুক্ত দুই জনই ব্যাটারি চুরির ঘটনায় জড়িত এবং তাদের সনাক্ত করা হয়।

অভিযুক্ত খালিদ হাসানের  সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার ফোন কল  কেটে দেন। এরপর যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

   


পাঠকের মন্তব্য