মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ট্যুরিস্ট পুলিশের শ্রদ্ধাঞ্জলি 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার

২৬ শে মার্চ বাংলাদেশের মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের সূচনা করে। আর এই দিনেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল- তাই ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই গুরুত্বপূর্ণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় দিনের প্রথম প্রহরে স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার। 

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এর নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।  

শ্রদ্ধা নিবেদন শেষে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কার্যালয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসসহ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বক্তারা তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন।এবং বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

   


পাঠকের মন্তব্য