উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারী'র দোয়া ও ইফতার মাহফিল 

প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৯ এপ্রিল) উপজেলা প্রেসক্লাব  কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রয়াত দুই সাংবাদিক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আঃ জলিল সরকার ও কোষাধ্যক্ষ আবু ছালেহ আহমেদ স্মরনে দোয়া পরিচালনা ও দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ফরিদা পারভীন, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি ও সাংবাদিক আ ব ম রুহুল রব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও আল কুরআন প্রচার সংস্থা কুড়িগ্রাম জেলা সভাপতি মাজেদুল ইসলাম মুকুল, মরহুমের পরিবার ও সাংবাদিকবৃন্দ। 

পরে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যগনের উপস্থিতিতে জাতীয় দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি এ এস খোকনকে সভাপতি ও জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার উপজেলা প্রতিনিধি খালেদ হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সহ সভাপতি ফজলুল করিম আশিক, সহ সভাপতি আব্দুল জলিল মাষ্টার, কফিলুর রহমান, যুগ্ম সম্পাদক  দৈনিক দাবানল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল কুড়িগ্রাম প্রতিদিনের সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি এস এম নুরুল আমিন, কোষাধ্যক্ষ আ ব ম রুহুল রব্বানী, দপ্তর সম্পাদক আবু মুসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য রইচ উদ্দিন বাদশা ও জান্নাতুল ফেরদৌস জেরিন। 

এর আগে সাংবাদিক পরিবারের পুত্রবধূ সুমনা আক্তার ৪১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে গেজেটেড হওয়ায় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও আমন্ত্রিত অতিথিকে উপহার প্রদান করা হয়। 

   


পাঠকের মন্তব্য