পাইকগাছায় মুজিবনগর দিবস উপলক্ষ্যে পৃথক আলোচনা সভা 

সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

সংসদ সদস্য মো. রশীদুজ্জামান

পাইকগাছায় ঐতিহাসিক মুজিবনগর দিবস -২০২৪ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। প্রধান অতিথি ছিলেন, খুলনা ৬ ( কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। 

স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, বীর মুক্তিযোদ্ধা আ. কালাম আজাদ, ওসি মো. ওবাইদুর রহমান। 

এসময় বীর মুক্তিযোদ্ধা রনজিৎ সরকার, কাজী তোকারেম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম দাস, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রাণীসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, যুব উন্নয়ন কর্মকর্তা পারভিন আক্তার বানু, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও উৎপল বাইন, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মো. ঈমান উদ্দিন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, আ. আল মামুন, জয়ন্ত ঘোষ, জাকারিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন ও শ্রেণি-পেশার মানুষ।

অপরদিকে, দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা ৬ ( কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইকরামুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক মশিউর রহমান, পরেশ মন্ডল, মৃণাল কান্তি বাছাড়, পার্থপ্রতীম চক্রবর্তী, প্রভাষক বাবলুর রহমান সহ আওয়ামী ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য