সুন্দরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী লেবুর নির্বাচনী মতবিনিময় সভা 

চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম সরকার লেবু

চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম সরকার লেবু

গাইবান্ধার সুন্দরগঞ্জে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে শনিবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সমেশ উদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীর এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আসন্ন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পূনরায়  চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল আলম সরকার লেবু।

এ নির্বাচনী মতবিনিময় সভায় বামনডাঙ্গা ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ এলাকার গণ‍্যমান‍্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আশরাফুল আলম সরকার লেবু বিগত দিন থেকে আজ অবদি উপজেলা চেয়ারম্যান হিসেবে আছে। আমরা বিপদে আপদে তাকে পাশে পেয়েছি।তিনি এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। তার জনপ্রিয়তা রয়েছে আকাশচুম্বী। আরাবো সকলে কাধে-কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে পূনরায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করার লক্ষে একত্রে কাজ করার অঙ্গিকার ব‍্যক্ত করেন।

 প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম সরকার লেবু বলেন, আমাকে আপনারা উপজেলা পরিষদ চেয়ারম্যান বানিয়েছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা যদি আমাকে পূনরায় সমর্থন করে উপজেলার পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন।আগেও আমি যেমনভাবে আপনাদের পাশে ছিলাম, চেয়ারম্যান হওয়ার পরও সব সময় আমি আপনাদের পাশেই থাকবো। সকলে আমার জন্য দোয়া করবেন। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান থাকাকালীন সময় কোন ভূল-ত্রুটি থেকে থাকে তাহলে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সেইসাথে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে আমি আবারো আপনাদের সকলের মূল‍্যবান ভোট কামনা করছি এবং আপনাদের পাশে চাচ্ছি। এসময় বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন

   


পাঠকের মন্তব্য