সদর উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী জনবান্ধ নেতা মিঠু

ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী খান মিঠু

ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী খান মিঠু

আসন্ন ২৯ মে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী পেয়েছেন আশরাফ আলী খান মিঠু। তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং তা যাচাই বাছায়ের পর তা বৈধ ঘোষণা করা হয়েছে। 

 আশরাফ আলী খান মিঠু লালমনিরহাট পৌরসভা সাপটানা নামাটারী, তহশীলদার মোড়, ০৯নং ওয়ার্ড মৃত মনির হোসেন (ফজলু) বড় ছেলে। সৎ ও মেধাবী আশরাফ আলী খান মিঠু তিনি বৈধতা পেয়ে সদর উপজেলাবাসীর কাছে তাদের মূলবান ভোট দিয়ে নির্বাচিত হওয়ার সকলের কাছে প্রত্যাশা করেন।

উল্লেখ যে আশরাফ আলী খান মিঠু তিনি সাধারণ সম্পাদক ঢাকাস্থ লালমনিরহাট কল্যাণ পরিষদ, সাবেক সদস্য লালমনিহাট জেলা ক্রিড়া সংস্থা, প্রচার সম্পাদক লালমনিরহাট জেলা সমিতি ঢাকা, সাংগঠনিক সম্পাদক ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন বাংলাদেশ, সাধারণ সম্পাদক তরুণ সংঘ ক্লাব লালমনিরহাট। এছাড়াও তিনি একজন লালমনিরহাট জেলার ক্রিয়া জগতের আইডল,নিজের সর্বস্য দিয়ে নিজ অর্থায়নে মানুষের পাশে থেকে সময়োপযোগী ইভেন্ট চালু করে ডোর টু ডোর পৌঁছে দিয়েছেন সেবা, উদাহরণ স্বরুপ করোনাকালীন "সময়ে সময়ের যোদ্ধা" নামক ইভেন্ট, রমজান মাসে দুঃস্থ ছিন্নমূল মানুষের জন্য তার নেতৃত্বে গড়ে উঠে "একবেলা আহার" যা লালমনিরহাট পুরো জেলায় ব্যাপক সাড়া ফেলে দেয়। ২০১০ সালে তার হাতে গড়া সংগঠন তরুণ সংঘ প্রচুর ছিন্নমূল মানুষের পাশে থেকে বরাবরই যা এখনও চলমান, মাদক জুয়ার বিরুদ্ধে চীররক্ত চক্ষু তার সর্বদা বিদ্যমান। তিনি লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসাধারনে সাথে সৌজন্যে সাক্ষাৎ করে, জসাধারণের মণি কঠায় জায়গা করে নিয়েছেন।

আশরাফ আলী খান (মিঠু) বলেন, আগামী ২৯ মে  উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান হলে লালমনিরহাট সদর উপজেলার সকল শ্রেণির পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী, মাদক ও সন্ত্রাস মুক্ত উপজেলায় রুপান্তরিত করতে চাই। তাই উপজেলাবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। সেই সাথে সদরবাসী সর্বস্তরের জনগণের কাছে  দোয়া প্রার্থী।

   


পাঠকের মন্তব্য