পদত্যাগ করলেন ব্রাজিল দলের কোচ তিতে | প্রজন্মকন্ঠ

কোচ লিওনার্দো বাচ্চি তিতে

কোচ লিওনার্দো বাচ্চি তিতে

ব্রাজিল দলের দায়িত্ব ছাড়লেন কোচ লিওনার্দো বাচ্চি তিতে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের হারের মাত্র দুই ঘণ্টা পার হওয়ার আগেই নিজের সিদ্ধান্ত জানালেন তিনি। তার অধীনে ২০১৯’র কোপা আমেরিকা শিরোপা জেতে ব্রাজিল। আর ২০২১’র আসরে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় তিতের দল। 

তিতের অধীনে বিশ্বকাপে টানা দু’বার কোয়ার্টার ফাইনালে থামলো ব্রাজিলের অভিযান। দুবারই প্রতিপক্ষ ইউরোপিয়ান দল। ২০১৮ বিশ্বকাপে শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামের কাছে হার দেখেছিল সেলেসাওরা।  

শুক্রবার ক্রোয়েশিয়ার কাছে হার শেষে ৬১ বছর বয়সী তিতে বলেন, ‘আমার অধ্যায় শেষ। আমি দেড় বছর আগেই এমনটি বলে রেখেছিলাম। আমরা নাটক করতে পারি না।
 
আরও সেরা কোচ আছেন যারা আমার জায়গায় আসতে পারে। আমার পর্ব শেষ।’২০২৬ বিশ্বকাপ হবে উত্তর আমেরিকার তিন দেশ মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডায়। ওই আসর হবে ৪৮ দল নিয়ে।

২০১৬ সালে কোচ ডুঙ্গার স্থলাভিষিক্ত হন তিতে। তার দায়িত্বকালে ৮১ ম্যাচের ৬০টিতে জয় পায় ব্রাজিল।

   


পাঠকের মন্তব্য