কোচ তিতেকে নিয়ে ইনস্টাগ্রামে এবার নেইমারের আবেগঘন পোস্ট | প্রজন্মকন্ঠ

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ ড্র করা দলটি টাইব্রেকারে হারে ৪-২ ব্যবধানে।

কোয়ার্টার ফাইনালে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে স্বপ্নভঙ্গের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের তারকা প্লেয়ার নেইমার। সেমিফাইনালের আগে ব্রাজিল বিদায় নেওয়ায় কোচের পদ থেকে ছাঁটাই করা হয় কোচ তিতেকে।  ইনস্টাগ্রামে তিতেকে নিয়ে দেওয়া পোস্টে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার লেখেন- আমাদের অনেক সুন্দর মুহূর্ত আছে। আবার অনেক দুঃখের মুহূর্ত আছে, যা দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। বিশ্বকাপ আপনার প্রাপ্য।’

তিতে সম্পর্কে নেইমার আরও বলেন, ‘আমার দেখা অন্যতম সেরা কোচ আপনি। আমি সবসময় আপনার প্রশংসা করি। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ প্রফেসর তিতে।’ 

প্রসঙ্গত, ২০১৬ সালের ১৬ জুন ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিতে। তিতের অধীনে ৬ বছরে ৮১ ম্যাচ খেলেছে ৬১টিতে জিতেছে ব্রাজিল। ড্র করেছে ১৩ ম্যাচ এবং হেরেছে মাত্র ৭ ম্যাচে।

   


পাঠকের মন্তব্য