কাতার বিশ্বকাপের সেমিফাইনালে গোলে ১-০তে এগিয়ে গেলো ফ্রান্স

 ফ্রান্স বনাম মরক্কো

ফ্রান্স বনাম মরক্কো

লুকাস হার্নান্দেজ ইনজুরিতে না পড়লে বোধহয় বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পাওয়া হতো না থিও হার্নান্দেজের। সেই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগালেন তিনি। 

কাতার বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁ পায়ের দারুণ শটে ম্যাচের ৫ মিনিটে দলকে (১-০) এগিয়ে নেন হার্নান্দেজ।
বিশ্বকাপে প্রথমবারের মত প্রতিপক্ষ ফুটবলারের কাছ থেকে গোল হজম করল মরক্কো।

কাতারের আল বাইত স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

ফ্রান্স একাদশ : (ফরমেশন ৪-২-৩-১) হুগো লোরিস, কুন্ডে, ইব্রাহিম কোনাটে, ভারান, হার্নান্দেজ, ফোফানা, অরেলিয়েন টিচুয়ামেনি, ওসমানে ডেম্বেলে, অলিভার জিরু, আন্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে।

কোচ: দিদিয়ের দেশম

মরক্কোর একাদশ: (ফরমেশন : ৪-৩-৩) ইয়াসিন বৌনৌ, রোমেন সাইস, নায়েফ আগুয়ের্ড, নউসায়ের মাজরাউই, আশরাফ হাকিমি, সোফিয়ানে আমরাবাত, এল ইয়ামিক, আজাদিনে ওউনাহি, ইউসেফ আন নাসিরি, সোফিয়ানে বৌফাল, হাকিম জিয়েচ।

কোচ: ওয়ালিদ-রেগরাগুই    

   


পাঠকের মন্তব্য