ভুরুঙ্গামারীতে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস উদযাপিত

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুক্তি সংগ্রামের সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যথাযথ মর্যদায় ৫১তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 

শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। ভুরুঙ্গামারী বাসষ্টান্ডে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পুস্পস্তবক অর্পন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। 

উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ মোঃ আব্দুল জলিল সরকার, দৈনিক মাতৃজগতের ক্রাইম রিপোর্টার খালেদ হাসান। এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরনকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়। 

পরে সকাল ৯টায় ভুরুঙ্গামারী সরকারী পাইলট উচ্চ বিদ্যলয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিন ব্যাপী নানা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বীর মুক্তিয্দ্ধোাদের ফুল দিয়ে বরন, যুদ্ধাহত ও শহীদ মুক্তিয্দ্ধোা পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহন ও ডিসপ্লে প্রদর্শন করে।

   


পাঠকের মন্তব্য