বিশ্বকাপের আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচের রেফারি সিমন মার্চিনিয়াক  

পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াক

পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াক

ফিফা ওয়ার্ল্ডকাপের ফাইনালে বাঘে-সিংহের লড়াই দেখবে ফুটবল বিশ্ব। শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি বিধ্বংসী ফ্রান্স। দুই হেভিওয়েট দলের উত্তেজনাপূর্ণ লড়াইটি পরিচালনা করবেন পোলিশ রেফারি সিমন মার্চিনিয়াক।

বিশ্বকাপের ফুটবল ম্যাচে বড় প্রভাব রাখেন রেফারি। যেমনটা দেখা গেছে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে। স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ দুই দলের ১৮ জনকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। তবে লাহোজের মতো চড়া মেজাজের নন মার্চিনিয়াক। কাতার বিশ্বকাপে ফাইনালের আগে দুটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ম্যাচ দু’টিতে মোটে ৫টি হলুদ কার্ড খরচ করেন মার্চিনিয়াক। সেই দু’টি ম্যাচ আর্জেন্টিনা ও ফ্রান্সেরই। গত ২৬ নভেম্বর গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচ ও ৩ ডিসেম্বর শেষ ষোলোয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের দায়িত্বে ছিলেন ৪১ বছর বয়সী মার্চিনিয়াক। 

মাত্র ২১ বছর বয়সে রেফারিং শুরু করেন মার্চিনিয়াক। 

২৫ বছর বয়সে পেশাদার ফুটবলে দায়িত্ব পালন শুরু করেন তিনি। ২০১১ সালে ফিফার তালিকাভুক্ত হন মার্চিনিয়াক। সেবছরই ইউরোপা লীগে অভিষেক হয় তার। আর উয়েফা চ্যাম্পিয়নস লীগে রেফারিং শুরু করেন ২০১২ সালে।

২০১৫ সালে ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাঁশি বাজান মার্চিনিয়াক। ২০১৬ ইউরোতে তিন ম্যাচে রেফারিং করেন তিনি। ফাইনালে সিমন মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন পোল্যান্ডেরই দু’জন- পাভেল সকোলনিচকি এবং টমাস লিসকিয়েভিচ। 

আগামী ১৮ই ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

   


পাঠকের মন্তব্য