ঠাকুরগাঁওয়ে বিজয় ও সাংস্কৃতিক মেলা উদ্বোধন

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

 ঠাকুরগাঁওয়ে ১৫ দিন ব্যাপী বিজয় ও সাংস্কৃতিক মেলা উদ্বোধন করা হয়। গত শনিবার সন্ধায় সাধারণ পাঠাগার চত্বরে মেলার উদ্বোধন করেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। 

জেলা প্রশাসনের সহযোগিতায় কর্নেট সাংস্কৃতিক সংসদের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, কর্নেট সাংস্কৃতিক সংসদের সভাপতি সৈয়দ নুর হোসেন বাবলু, সহ সভাপতি একেএম শামীম ফেরদৌস টগর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরল হক,সাংবাদিক জুনাইদ কবির  প্রমুখ। 

মেলায় প্রতিদিন সঙ্গীত, নৃত্য, নাট্যানুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক মুক্ত আলোচনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। মেলা চত্বরে মৃৎশিল্প ও বিভিন্ন হস্তশিল্প সামগ্রী দোকান, শিশুদের বিনোদনে নাগরদোলা, বিভিন্ন ধরনের রাইড এবং রকামারী খাবারের দোকান বসেছে।

   


পাঠকের মন্তব্য