ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটিও পেনাল্টি ছিল না

পেনাল্টি পাওয়া নিয়ে বিতর্ক

পেনাল্টি পাওয়া নিয়ে বিতর্ক

মরুর বুকে ফুটবল বিশ্ব আসরের ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল আর্জেন্টিনা। এতে করে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল ফ্রান্স। ম্যাচের ২১তম মিনিটে ডি-বক্সের ভিতরে অ্যানহেল ডি মারিয়াকে ফাউল করে ফেলে দেন ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে। যার কারণে রেফারি বাঁশি বাজিয়ে পেনাল্টির সংকেত দেন। এরপর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিলেন মেসি। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে ১-০ গোলের লিডে এগিয়ে যায় আর্জেন্টাইনরা।

তবে আর্জেন্টিনার সেই পেনাল্টি পাওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কারণ, মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বকাপের পুরো আসরজুড়ে প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে ভিএআর পদ্ধতিতে সিদ্ধান্ত বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার ফাইনালটি পেনাল্টি নাটকে ভরা ছিল। আর তাই ফুটবলপ্রেমীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, পেনাল্টির ওই সিদ্ধান্ত কি সঠিকভাবে নেওয়া হয়েছিল !

ম্যাচের ২১তম মিনিটে ডি মারিয়া আক্রমণে বল নিয়ে ফ্রান্সের দিকে এগিয়ে যান। কিন্তু তাকে ফ্রান্সের ফরোয়ার্ড উসমান ডেম্বেলে ডি-বক্সের মধ্যে ফেলে দিলে পোলিশ রেফারি সিজাইমন মার্সিনিয়াক পেনাল্টি স্পটের দিকে ইঙ্গিত করেন। এতে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার সেই পেনাল্টি নিয়ে বিশ্লেষণ করে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। বিশ্লেষণ বলছে, উসমানে ডেম্বেলে অ্যাঞ্জেল ডি মারিয়াকে এঁটে রাখার চেষ্টা করেন, যার ফলে ডি মারিয়া পড়ে যায়।

সংবাদমাধ্যমটি বলছে, এটি অবশ্যই একটি সফট পেনাল্টি ছিল, যেটা রেফারি দিয়েছেন। আর এটা ভিএআরে (VAR) দেওয়া হয়নি। ম্যাচে রেফারির যেকোনো সিদ্ধান্তই গুরুত্ব বহন করে, যতটা তাড়াতাড়ি ভিএআরে যোগাযোগ স্থাপন করা হয়ে থাকে। যেহেতু এটা সরাসরি রেফারি দিয়েছেন, তাই ভিআরএ এই পেনাল্টি বাতিল হতো না। আর রেফারি মার্সিনিয়াক নিজে এটা পেনাল্টি না দিলে, ভিএআরের মাধ্যমে পেনাল্টি পাওয়া যেত না।

সংবাদমাধ্যমটির বিশ্লেষণ বলছে, যদিও পেনাল্টি পরিস্থিতি বিচার করার সময় অভিপ্রায় প্রাসঙ্গিক হিসেবে নেওয়া হয় না। আর তর্কাতীতভাবে উসমান ডেম্বেলে বলটি নেওয়ার জন্য তাকে ফেলে দিয়ে চ্যালেঞ্জও তৈরি করতে চাননি। তবুও এর জন্য তাকেই দায়ী করা যায়। ডি মারিয়া প্রতিপক্ষের এতো কাছাকাছি যাওয়ার ফলে ডেম্বেলে তাকে (ডি মারিয়া) তাড়ানোর জন্য ছুটে যান ও ডি মারিয়াকে নিজের পা একত্রিত করতে বাধ্য করেন। এতে করে আর্জেন্টিনা ফরোয়ার্ড মাটিতে পড়ে যায়। আর এর ফলেই রেফারি পেনাল্টি দিয়ে দেন।

লিঙ্কঃ ESPN cricinfo

   


পাঠকের মন্তব্য