অধরা আলো'র কবিতা : 'আযানের সুর শুনে' 

অধরা আলো'র কবিতা : 'আযানের সুর শুনে' 

অধরা আলো'র কবিতা : 'আযানের সুর শুনে' 

আযানের সুর শুনে 
অধরা আলো 

ভাঙ্গেনি ঘুম ঐ দু-চোখের 
খুলোনি কি পাপড়ি আযানের সুর শুনে ? 
উঠো হে পথিক ছুটো ঐ সীমানা ধরে,
সুমুদ্দুর সুর যেথা হতে ভেসে আসে 
অপেক্ষায় বিধাতার ঘর তোমাদের পদ ধুলির। 

কাতারে দাঁড়াও সারি সারি 
দু-হস্ত তুলে করো গুনগান প্রভুর তরে, 
করে যেনো মার্জনা সকল ভুল-ভ্রান্তির ! 
শপথ করো তবে বিধাতার কাছে সত্য-নিষ্ঠা ! 

যেনো জীবন ভরে থাকে।
যত ছিলো পাপ-অশ্রু জলে ধুয়ে মুছে যাক,
পূর্ণতায় রূপান্তর করো জীবনের বাগ।

তাং ২/১২/২০২২ইং 

   


পাঠকের মন্তব্য