কবি মামুন এর কবিতাঃ 'চাপাবাজ'

কবি মামুন এর কবিতাঃ 'চাপাবাজ'
কবি মামুন এর কবিতা
চাপাবাজ
কবি মামুন
ও পাড়ার মমিন মিয়া
বড়ই চাপাবাজ,
ফুঁ দিয়ে ডোবাতে পারেন
সাগরের জাহাজ।
বাক্যবাণে শত্রু মারেন
ডাকাত মারেন পিষে,
এক কামড়েই জলাতঙ্ক
উদর ভরা বিষে।
লাথি দিয়ে হাতি মারেন
এক ঘুসিতেই বাঘ,
মমিন মিয়ার গল্প শুনে
সবাই হতবাক।
চিলমারী | ২১/০৭/২০২৩
পাঠকের মন্তব্য