লালপুরে পদ্মার বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী

নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী

নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের নিমতলী পদ্মানদীর কিনারা থেকে বালু ও মাটি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্যদেন ২নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ টুটুল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শুকুর আলী, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন সুমনসহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, উপজেলার ১ নং লালপুর ইউনিয়নের দিয়াড়বাহাদুরপুর দাগ নং-৩,৪ ও ৫ নং শীটে বালু মহাল ঘোষনা থাকলেও বালু ও মাটি দস্যুরা ২নং ঈশ্বরদী ইউনিয়নের নিমতলী পদ্মা নদীর কিনারা থেকে প্রতিদিন শত শত ট্রাক বালু ও মাটি কৃষি জমি থেকে উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এতে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি নদীভাঙনের আশঙ্কা বাড়ছে। এর প্রতিবাদ করলে বালু ও মাটি দস্যুরা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। পরে তারা বালু ও মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার নিকট স্মারকলিপি প্রদান করেন। 

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, পদ্মানদী থেকে অবৈধ ভাবে বালু ও মাটি উত্তোলনের কোন সুযোগ নেই। অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

   


পাঠকের মন্তব্য