হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব সরকার

 হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব সরকার

 হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব সরকার

চলতি বছর পবিত্র হজ পালনে চারটি শর্ত দিয়েছে সৌদি আরব সরকার। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে দেশটি। সোমবার (২০ ফেব্রুয়ারি) শর্তগুলো প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের দেওয়া শর্তগুলো—

●করোনা, মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।
● যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেওয়া।
● হজে পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর।
● হজযাত্রীর বড় ও দীর্ঘস্থায়ী কোনো রোগ থাকা যাবে না।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

   


পাঠকের মন্তব্য