গুলিস্তানের আহতদের রক্ত সরবারহে ছাত্রলীগের ক্যাম্প

ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগ

ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগ

গুলিস্তানের ছিদ্দিকবাজারে আহতদের রক্ত সরবারহে ক্যাম্প বসিয়েছে ছাত্রলীগ। ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগের সামনে এ ক্যাম্প বসানো হয়েছে। সংগঠনটির নেতাকর্মীরা আহতদের প্রয়োজন হলে রক্ত সরবারহ করছেন। ঢামেকের নিরাপত্তায় নিয়োজিত এক আনসার সদস্য হ্যান্ড মাইকের মাধ্যমে কারো রক্ত লাগলে বা দিতে ইচ্ছুক হলে ছাত্রলীগের ক্যাম্পে যোগাযোগ করতে বলছেন।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ছিদ্দিক বাজারে  যে ঘটনাটি ঘটেছে সে ঘটনায় আমরা সমবেদনা জানাই। আমরা মানবিক বিবেচনায় এখানে এসেছি।

আমাদের ভলন্টিয়াররা কাজ করছে। যেকোনো ধরণের সহায়তায় বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে। মূলত আমরা এখানে রক্ত দান নিয়ে কাজ করছি এখন। কোনো স্বজন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা রক্ত সরবারহ করবো। আমরা আমাদের নেতাকর্মীদের রক্তের গ্রুপ এখানে এন্ট্রি করে রাখছি।

অনেক রেয়ার রক্তও রয়েছে যেগুলো সরবারহ কষ্টকর। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী রক্ত সরবারহ করবো। এছাড়াও তথ্য সহায়তাসহ যেকোনো ধরনের সহায়তায় বাংলাদেশ ছাত্রলীগ পাশে থাকবে।

এসময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুর কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ঢামেক ও ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য